আমাদের কথা খুঁজে নিন

   

নির্দোষ(!) চুরি (দৃষ্টি আকর্ষন)

প্রযুক্তিকে ভালোবাসি। সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই

প্রথমেই বলি এই পোস্ট কাইকে আঘাত করার জন্য নয়। বরং মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এটি লেখা। বর্তমানে ওয়েবসাইট থেকে অর্থ উপার্জনের একটি নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে গুগল অ্যাডসেন্স। এই প্রোগ্রামের মাধ্যমে ওয়েবসাইটে গুগলের বিজ্ঞাপন প্রকাশ করা যায়।

কোন ভিজিটর সেই অ্যাডে ক্লিক করলে গুগল সাইট মালিককে নির্দিষ্ট কিছু টাকা প্রদান করে। গুগল অ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে। গুগল অ্যাডসেন্স থেকে ভালো পরিমানে আয় করা সহজ কোন ব্যাপার নয়। এজন্য প্রচুর পরিশ্রম করতে হয়। কোন সাইটে ভিজিট যত বেশি হয় সেটা থেকে ইনকাম এর সম্ভাবনা তত বাড়ে।

তাই কোন সাইট একবার জনপ্রিয় হয়ে গেলে সেই সাইটের ইনকাম দিয়ে রাজার হালে থাকা যায়। অ্যাডসেন্স Success Stories এ দেখি একজন দিনে $150 আয় করে থাকেন। তাহলে তার মাসিক আয় ১৫০*৩০=৪৫০০ ডলার=৩১৫০০০ টাকা। অন্যন্য সকল ক্ষেত্রের মত গুগল অ্যাডসেন্স নিয়েও আমাদের দেশের কিছু মানুষের মধ্যে দূর্নীতি শুরু হয়ে গেছে। অ্যাডসেন্সের Terms & Conditions এ বলা আছে- You shall not, and shall not authorize or encourage any third party to: (i) directly or indirectly generate queries, Referral Events, or impressions of or clicks on any Ad, Link, Search Result, or Referral Button (including without limitation by clicking on “play” for any video Ad) through any automated, deceptive, fraudulent or other invalid means, including but not limited to through repeated manual clicks, the use of robots or other automated query tools and/or computer generated search requests, and/or the unauthorized use of other search engine optimization services and/or software কিন্তু কিছু দেশি সাইট পাবলিশার অর্থের লোভ দেখিয়ে মানুষকে গুগল অ্যাডে ক্লিক করতে উৎসাহিত করছে।

আবার অনেকে পরস্পর পরস্পরের অ্যাডে ক্লিক করার জন্য চুক্তি করছে। তাদের দৃষ্টি আকর্ষন করে বলছি আপনাদের এই ধরনের কাজের জন্য নিচের সমস্যাগুলো হতে পারে- ১)গুগল টের পেলে আপনার অ্যাকাউন্ট স্থগিত তো করবেই সেই সাথে আপনার বাসার অন্য কেউ যেন আর গুগল অ্যাডসেন্স ব্যবহার না করতে পারে সেই ব্যবস্হা করবে। ২)বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি খুব একটা ভাল না। এ কারনেই পেপাল সহ অন্য অনেক নামিদামি কোম্পানী আফ্রিকার অনুন্নত দেশে সার্ভিস দিলেও বাংলাদেশে সার্ভিস চালু করার সাহস পায় না। আপনাদের এ ধরনের কার্যকলাপে গুগল অ্যাডসেন্সও বাংলাদেশে বন্ধ হয়ে যেতে পারে।

৩)দেশের অনেক সাইট গুগল অ্যাডসেন্স এর ওপর নির্ভর করে চলে। এসব সাইট থেকে আমরা বিভিন্ন সার্ভিস পেয়ে থাকি। অ্যাডসেন্স বন্ধ হয়ে গেলে এই সাইটগুলোও বন্ধ হয়ে যেতে পারে। ফলে আমরা যেমন তাদের সার্ভিস থেকে বঞ্চিত হব তেমনি দেশ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা হারাবে। সবচে দুঃখজনক ব্যাপার বিভিন্ন ব্লগে অনেকেই তাদের সাইটের অ্যাডে ক্লিক করার জন্য আবেদন জানায়।

কিন্তু কাউকে এ ধরনের প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকার আহবান জানাতে দেখলাম না। আপনার কি মনে হয় না এটা এক ধরনের চুরি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।