আমাদের কথা খুঁজে নিন

   

নির্দোষ কৌতুক

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

একবার আইনষ্টাইন তার হোটেল কক্ষের উপর থেকে নিচে তাকিয়ে দেখলেন, আর্মীরা মার্চপাস্ট করে এগিয়ে যাচ্ছে। আইনষ্টাইন তার সংগীকে লক্ষ করে বললেন, এদের ঘাড়ের উপর মাথার কোন প্রয়োজন আছে কি? সশ্রস্যবাহিনীর নিরবুদ্ধিতা নিয়ে অনেক মুখরোচক গল্প আছে। তাদের বুদ্ধিমত্তায় বেশিরভাগ মানুষের আস্থা নেই, যদিও বর্তমান চিত্রটি ভিন্ন। এখন উনারা বিভিন্ন ক্ষেত্রেই তাদের মেধার পরিচয় দিচ্ছেন সাফল্যের সাথেই। এক আর্মী অফিসার তড়িঘড়ি করে কাজে বেরুচ্ছিল, স্ত্রী এসে বলল দেয়ালের উপর ছবিটা একটু টাংগিয়ে দাও ত।

অফিসারটি বুট পারে সোফার উপর চড়তে গেলে স্ত্রী বলল করছ কি আমি সোফার উপর দূটো কাগজ বিছিয়ে দেই। অফিসারটি উত্তর দিল তার প্রয়োজন নেই আমি এমনিতেই নাগাল পাব। বিমান বাহিনীর এক পাইলট মহড়ার সময় প্রায়শঃই তার বাড়ির উপর দিয়ে ফ্লাই পাস্ট করে যায়। “মা আমি মাঝে মাঝে তোমাদের মাথার উপর দিয়ে যাই টের পাও কি তোমরা। “ তা তুমি যে যাও বুঝব কিভাভে দিনে অনেক বিমানই ত উড়াউড়ি করে।

ঠিক আছে তোমরা যাতে বুঝতে পার তার জন্য নেক্ট টাইম একটা বোমা ফেলে যাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।