লন্ডনে সম্প্রতি ঘটে যাওয়া দাঙ্গায় ফেইসবুক এবং অ্যানক্রিপশন মেসেজ সুবিধা প্রদানকারী মোবাইলসেবা ব্লাকবেরির নেতিবাচক ভূমিকা ছিল বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই দেশটিতে ফেইসবুক এবং ব্লাকবেরি বন্ধের চিন্তাভাবনা করছে। এ সমস্যা সমাধানে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ফেইসবুক এবং ব্লাকবেরি হ্যান্ডসেট নির্মাতা রিসার্স ইন মোশন বা রিম কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, আমরা ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাঁদের বলতে চাই, সামাজিক যোগাযোগ সাইট প্রত্যেকটি দেশের জন্যই ইতিবাচক। বিশেষ করে লন্ডন দাঙ্গা-পরবর্তী সময়ে আমরা যে ব্যবস্থা নিয়েছি, তাতে আমাদের মাধ্যমে যুক্তরাজ্যের আর কোনো ক্ষতি হবে না। সম্প্রতি লন্ডনে সংঘটিত দাঙ্গায় ব্লাকবেরির মেসেজিং সিস্টেম ব্যবহার করে সংগঠিত হয় দাঙ্গাকারীরা, একই সময় তারা সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকের মাধ্যমেও উস্কানিমূলক বার্তা প্রচার করে, যাতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। এ পরিপ্রেক্ষিতে দেশটির অনেক নীতিনির্ধারক মনে করেন, ফেইসবুক-টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ সেবা দেশটিতে বন্ধ করে দেওয়া উচিত। সূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।