যুক্তরাজ্য ভ্রমণ করুনঃ
যুক্তরাজ্যের আনাচে-কানাচে, উপকন্ঠে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। রকমারী সংগ্রহশালা, প্রদর্শনী, ঐতিহাসিক ও নান্দনিক ভবন-স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সর্বোপরি কসমোপলিটন সংস্কৃতি উপভোগের বিপুল সুবিধা লন্ডনকে সারা দুনিয়ার ভ্রমণ-রসিকদের কাছে এক অমোঘ আকর্ষণ-স্থলে পরিণত করেছে।
লন্ডনের দর্শনীয় স্থানের অনেকগুলো নিজ-গুণে এবং প্রচার-যন্ত্রের বদৌলতে সারা বিশ্বের মানুষের কাছে অতি-সুপরিচিত। আবার কোন-কোনটি খ্যাতির পাল্লায় ততোটা ভারী না হলেও, ইতিহাস-উপকরণ বা ব্যতিক্রমধর্মীতার বিচারে দর্শনার্থীদের কাছে হয়ে ওঠে অনবদ্য।
দর্শনীয় স্থান সমূহ হচ্ছেঃ
ব্রিটিশ মিউসিয়াম
ন্যাশনাল গ্যালারী
ন্যাচারাল হিস্ট্রী মিউসিয়াম
সায়িন্স মিউসিয়াম
ডায়না মেমৌরিয়্যাল ফাউন্টেইন
চাইল্ডহুড মিউসিয়াম
মিউসিয়াম ইন ডকল্যান্ডস
লন্ডন অ্যাকুয়ারিয়াম
লন্ডন জু
শার্লক হৌমস মিউসিয়াম
বৃটিশ পার্লামেন্ট
মাদাম তুসো
লন্ডন আই
টাওয়ার অফ লন্ডন
ব্রিটেইন অ্যাট ওয়ার এক্সপেরিয়েন্স
রিচমন্ড পার্ক
বুশী পার্ক
লন্ডন ট্রান্সপৌর্ট মিউসিয়াম
বারা মার্কেট
দরবারে রহমানপুরী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।