মিশুক স্যার (মিশুক মুনির) এটিএন নিউজের প্রধান নির্বাহী। না তিনি আমাদের কাছে এ পরিচয়ে পরিচিত নন। আমাদের কাছে তিনি পরিচিত প্রাণ খোলা একজন অমায়িক মানুষ হিসাবে। যিনি নিজে হাসতে জানতেন, হাসাতে ও জানতেন। সত্যি বলতে কি স্যারের মত এমন অমায়িক, অকৃত্রিম হাসি আর কেউকে হাসতে দেখিনি আমি।
স্যারের সাথে আমার প্রথম পরিচয় ২০১০ সালে 'নাগরিক সাংবাদিকতা' বিষয়ে একটি প্রশিক্ষনে। ঐ প্রশিক্ষনে স্যার দেড় থেকে দুই ঘন্টায় জয় করে সবার হৃদয়। এরপর স্যারের সাথে কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে প্রতিবারই তার সেই অকৃত্রিম হাসি। সকলকে আপন করে নেয়ার এক অসাধারণ দক্ষতা ছিল স্যারের। এটিন নিউজে প্রতি শুক্রবার বিকাল সোয়া পাঁচটায় প্রচারিত 'কানেক্টিং বাংলাদেশ' অনুষ্ঠানটির কাজে স্যারের সাথে কাজ করার দূর্লভ সুযোগ এসে যায়।
যে কদিন কাজ করার সুযোগ পেয়েছি, তাতে নিজেকে ধন্য মনে করছি।
গতকাল ঘাতক বাস শুধু স্যারকে নয়ম সাথে কেড়ে নিয়েছে আর ও চারটি তাজা প্রাণ, যার মধ্যে বাংলা চলচিত্রের মেধাবী এবং ব্যতিক্রমি পরিচালক তারেক মাসুদ ও রয়েছেন।
দূর্ঘটনার ফলে দেশের যে, অপূরনীয় ক্ষতি হলো এ ক্ষতি পোষাবে কেমন করে!!!!!
শুধু এটুকুই বলতে চাই, স্যার আপনি যেখানে থাকুন ভালো থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।