কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ
বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী আশফাক মুনিরসহ (মিশুক মুনির) পাঁচজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ছাড়া এ দূর্ঘটনায় আরো তিন জনের মৃত্যু হয়েছে।
তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ দুপুর সাড়ে বারোটায় মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জুকা নামক জায়গায় তাদের বহনকারী মাইক্রোবাস এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঐ পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। তারেক মাসুদ সহ অন্যরা (মোট ৯ জন) তার আগামী চলচ্চিত্র 'কাগজের ফুল' এর শুটিং স্পট দেখে মাইক্রোবাসে করে ফিরছিলেন।
তারেক মাসুদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সৃষ্টি বিখ্যাত তথ্যচিত্র 'মুক্তির গান ' এর অন্যতম পরিচালক।
মাসুদ আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র 'মাটির ময়না' এর পরিচালক। এছাড়া তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'রানওয়েও যথেষ্ট দর্শকপ্রিয়তা পেয়েছে।
অন্যদিকে মিশুক মুনির বা আশফাক মুনির বেসরকারী টিভি চ্যানের এটিএন নিউজের প্রধান নির্বাহী। আশফাক মুনীর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনীর চৌধুরীর সন্তান।
এছাড়া অধ্যাপক কবীর চৌধুরীর ভাই। মিশুক মুনির নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়া তারেক মাসুদের ছবি রানওয়ের সিনেমাটোগ্রাফি তার করা।
জানি, তাদের এ অকাল মৃত্যুর ক্ষতি কোনোভাবেই পোষানো সম্ভব নয়। এখন শুধু প্রার্থনা অমর হতে চাই না, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই
পি:এস: এই মৃত্যু সংবাদের কাভারেজে দেখতে এটিএন নিউজে যাওয়ার পর থেকেই মুন্নী সাহাকে পাবলিকলি খুব বাজে গালি দিতে ইচ্ছা করতেছে।
মিশুক মুনিরের মৃত্যুর সংবাদ, স্মৃতিচারণা দেখাতে গিয়ে বারবার মুন্নী সাহা রিলেটেড সংবাদ, মুন্নী সাহার কান্না দেখাচ্ছে। এমনকি সংবাদেও বলা হচ্ছে, "... তাদের এ মৃত্যুতে বার্তা প্রধান মুন্নী সাহা সহ সবাই শোকাহত" আজিব!!!! ক্যামনে পারে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।