লিখতে আলসেমি লাগে । তাই সামুতে account খোলার পরও প্রায় ৬ মাস হতে চলছে কিন্তু কিছুই লেখা হয়নি। তাই শেষ পর্যন্ত বসে গেলাম । একটা কবিতা দিয়েই শুরু করতে চাচ্ছি । কেমন লাগল অবশ্যই জানাবেন । বিহঙ্গ আজ ব্যস্ত দিনের শেষে, ক্লান্ত আমি আকাশে দূর নীল্ মেঘের সাগরে, বৈশাখি ঝড়ো বাতাশে । ছিলাম শুন্যতার মাঝে প্রতিক্ষায় । এক নীড়হীন পাখি কাঁদে ডানা ঝাপটায় উড়ে জাবার অপেক্ষায় । আমিও আজ করি শেষ অভিপ্রায়, মৃত্যু মাঝে নয় বেদনার দরিয়ায়, আমি আমার মতই বাঁচি আমি বিহঙ্গ নিঃসঙ্গ পাখি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।