আমাদের কথা খুঁজে নিন

   

রেস্ট না নিয়ে কাজ

আমার ব্যক্তিগত ব্লগ

ছোট বেলায় পড়েছিলাম, "বিশ্রাম কাজের অংগ একসাথে গাঁথা, নয়নের অংশ যেমন নয়নের পাতা"। কথাটা খুব মানতাম (এই কারনেই হয়তো আজ স্বাস্থ্যের এই অবস্থা, মাথায় সব সময় ওজন কমানোর চিন্তা ঘুরে) । আমি জানি আমি পরিশ্রম করতে পারি। একটানা ঘরে কাজ বাইরে কাজ আর ঘুম ৫ ঘন্টা। এভাবেই দিনের পর দিনের চালিয়ে যাচ্ছিলাম।

এবার মনে হয় আরেকটু বেশি করছি। একটানা ৪ দিন ঘোরাঘুরি করে নাইট কোচে বাড়ি ফিরে আবার সকালে অফিস করছি (আমি বলছিনা, এমন আর কেউ করেনা, তবে আমার জন্য এই প্রথম)। মাঝে মাঝে একটু মাথা ঘুরছে, এছাড়া কোন সমস্যা নেই। গত রাতে একরকম জোর করে ঘুমিয়েছি বাসে। কারন অফিসে কনসেন্ট্রেশন করতে হবে।

ভালো এতেও যদি স্বাস্থ্য একটু কমে। কারন আমার বা আনিকারView this link কারো কথাই ঠিক হয়নি। আমি বলেছিলাম, ওজন বেড়েছে বেশি খেয়ে খেয়ে, আনিকা বলেছিল ওজন কমেছে বেশি ঘোরাঘুরি করে। বাসায় এসে মেপে দেখি, একদম আগের মতোন আছে ৭০ কেজি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.