আমাদের কথা খুঁজে নিন

   

অসহ্য প্রেক্ষাপট বাংলাদেশ

https://www.facebook.com/apus29 চারিদিকে খালি খুন আর খুন। ধর্ষন, অত্যাচার , হয়রানী, চাঁদাবাজি। কারও কোন খেয়াল নাই , কোন বিচার নাই। অথচ যেগুলো নিয়ে জনগনের কোন মাথাব্যাথা নাই সেগুলা নিয়েই সরকারে যত উৎসাহ। হামলা, মামলা, দ্রব্যমুল্যের চাপে অতিষ্ট মানুষ।

সাধারন মানুষের তিন বেলা খাওয়াই কষ্টকর হয়ে গেছে সেখানে মন্ত্রী বলেন কম খেতে। মানুষ ভুগছে নিরাপত্তাহীনতায়। স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নাই। সেখানে মন্ত্রী বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেকোন সময়ের চেয়ে ভালো। জনগনের রক্ষক পুলিশ আজ জনগনের প্রকাশ্য ভক্ষক।

জনগন পুলিশ দেখলে ভয়ে দুরে সরে যায়। শেয়ার বাজারে লক্ষ লক্ষ লোক সর্বসান্ত আর মন্ত্রী উল্টা তাদের বলেন ফাটকাবাজ। অথচ দোষীদের সাথে নিয়ে তিনি উত্তরনের উপায় বের করার চেষ্টা করেন। প্রহসন আর কাকে বলে। প্রধান সড়ক থেকে শুরু করে বাড়ির পাশের অলিগলি পর্যন্ত ভাঙ্গাচোরা।

কারো নজর নাই। উপরন্তু বর্ষায় শুরু হয়েছে খুড়াখুড়ি। মরার উপর খাড়ার ঘা। যোগাযোগ মন্ত্রী ব্যস্ত তার নিজের কোম্পানীর টেন্ডার পাওয়া নিয়ে। এ কোন দেশে আছি আমরা???আমরা জনগনের দুর্ভোগের শেষ নাই।

আমরা জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ে পড়ি। শুধু সরকার চেন্জ হয় শেষ হয়না তাদের কর্মকান্ড। সরকারের মন্ত্রী এম্পি আর তাদের আত্মীয় স্বজন ফুলে ফেপে উঠে। সাধারন মানুষ হয় আরও ক্ষুধার্থ আরও অসহায় আরও দরিদ্র। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।