আমাদের কথা খুঁজে নিন

   

অসহ্য



আজকাল কাউকে সহ্য করতে পারতেছিনা । বাসার সবাইকে অসহ্য মনে হচ্ছে । ফোন করলাম নুজুর কাছে দুলাভাই ফোনে কথা বলবে তাই লাইন টা কেটে দিল । কেমন টা লাগে । সারাদিন চোখ বন্ধ করে শুয়ে থাকি ভাল লাগেনা তাই ।

কেউ আমার কথা শুনতে চায় না । শেয়ার করা তো দুরের খবর । আর ভাললাগেনা । তন্দ্রা ও পর হয়ে গেছে । ফোন করলনা ।

আর দুুদিন দেখব না করলে দেখাব মজা মানে আমি নিজেই ফোন করব । সবাই এমন করে কেন । বুবু বলে আমি বড় হয়েছি বয়স যখন 16 ঠিকআছে নিজের ভাল নিজেই বুঝব তা না বড় শুধু কাজের বেলায় । অবহেলা আমি বিন্দুমাএ সহ্য করতে পারিনা । সবাই তাই করে কেন? যারা অবহেলা করেনা তাদের সাথে আবার শেয়ার করা যায় না সবকিছ,ু কারন?বলবনা ।

আমার বাগান টা কল্পনায় না থেকে সত্যি হলে সারাদিন বসে থাকতাম । আমার একটা পুকুর থাকলে ভাল হত পা ডুবিয়ে বসে থাকতাম । আমি সমাধান চাই কিছু বিরক্তকর ফিলিংস থেকে । অনেক আজেবাজে কথা লিখলাম মনে হয় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে । অনেক বছর আগে পাবনায় গেলাম ।

আব্বার পোষ্টি এর জন্য তখন পাগলাগারদে গেলাম জায়গা ভালনা । আমার বড় সমস্যা হচ্ছে আমি প্রতিরাতে আমার বাবাকে স্বপ্ন দেখি । সাধারন স্বপ্ন । জানিনা এরকম কেন হয় । ঘুম থেকে উঠে মনে হয় আর ঘুমাবোনা এত কষ্ট লাগে ।

আর যদি ঘুম দিয়ে বাবার কাছে চলে যাওয়া যায় । বাবাকে মনে করে বলতে হবে আমাকে যেন নিয়ে । প্লিজ বাবা আমাকে নিয়ে যাও আমি এখানে থাকবনা । সবার বাবা আছে কিন্তু আমার নাই কেন? অগ্রনীতে আমার সিট পরছে আর আমার জালনার পাছে আজীমপুর কবর স্থান । বাবা ওখানেই আছে ।

কিন্তু আসে নাই । সুরভির বাবা ওকে নিতে আসছে আবার বাবা আমাকে নিতে আসেনাই । পরীক্ষার সময় আমি বাবার দোয়া নিতে পারিনাই। সবাই ছিল শুধু আমার বাবা ছিলনা । আর কোনদিন আসবেনা ।

কোনদিন আসবেনা কোনদিনই না আর আসবেনা । আমি ব্যাথা পাই কাদি বাবা এসে দেখবেনা আমার কি হল । কখনও বলবেনা চল ছাদে হাটতে আর বলবেনা । কখনও বাবা ফিরে আসবেনা । আমি সারাটাজীবন দেখব সবাই বাবার আদর পায় ,বাবার সাথে ঘুরতে যায় আর আমি অসহায় ।

কেন বল কেন এমন হবে কেন????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।