কি অবস্হা আমাদের?বাজারে যারা যান, তাঁরা কি সুস্হ আছেন? সহ্যের একটা সীমা আছে। কিন্তু এখন দেখছি সব সীমা অতিক্রম করে দাম এমনই ঊধ্ধ'মুখী খেয়াযানের ভূমিকায় অবতীন' হয়েছে যে আমরা যারা মাটিতে আছি তাঁরা কেবল খেয়াযানের মহাকাশ যাত্রা দেখছি আর অবাক চোখে তাঁকিয়ে ভাবছি এও কি সম্ভব?
আমার মত মধ্যবিত্ত মানুষের যদি এই অবস্হা হয় তাঁহলে নিম্নমধ্যবিত্ত আর গরীব মানুষদের অবস্হা কি?যে আটা অনেক কম দামের কারণে ভাতের বিকল্প হিসেবে গরীব মানুষরা খেত, সেই আটা এখন গরীব তো দূরের কথা, নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত দের ও নাগালের বাইরে চলে যাচ্ছে।
শাক সবজী, মাছ-মাংস, দুধ-ডিম, সব কিছুই কেমন যেন নাগালের বাইরে মনে হয়। সবকিছু কেমন যেন অসহ্য লাগছে। গলায় ফাঁস হয়ে শক্ত হয়ে আটকে আছে কি যেন। অসহায় লাগছে নিজেকে, বড় অসহায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।