একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
স্বাদেও বিষাদে তীক্ত মনে
চলছিলো জিহব্বার লালসা
তাই সব কিছু খেয়ে ফেলার
দুঃসহ্ তাড়না বারবার
চুইয়ে নামলো
অম্লনালীর তন্ত্রী বেয়ে-
চলমান দিন যাপনে ছিলো
উদ্ধত সাহসের, চিকেন রুল ।
কলরোল থেমে গেলে_
তুমি আমি বসে বসে দু'চুমুক
বরফ পানি খেয়ে -
শীতল ঢ়েকুর তুলে, পরম তৃপ্তিতে
চাই দু'টো মুখপানে,
হারিয়ে থেমে থাকি,
অচেনা গানে ।
লিখন
সেপ্টেম্বর-০৯.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।