আমাদের কথা খুঁজে নিন

   

অসহ্য যন্ত্রণা

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! ভেজা স্যাঁতস্যাঁতে নগরীতে অসহ্য যন্ত্রণা, মূর্ছা যাই বার বার অসহ্য রাজনীতির তীব্র গন্ধে। জ্ঞান ফিরে দেখতে পাই সেই পুরনো জিনিস।

স্বাধীনতার বেয়াল্লিশ বছর পড়েও দেখতে হয়, ধর্ম আর লাশের সুনিপুণ রাজনীতি ! মাথা ঘামাই না আজকাল আর রাজনীতি নিয়ে। যা কিনা আমাকে দু মুঠো অন্য বস্ত্রের- যোগান দিতে পারে না, তা নিয়ে এতো ভাবনা কিসের আমার? স্বার্থপর জগতে অন্যকে নিয়ে কেউ ভাবে না! আমিও এর ব্যাতিক্রম নই। রাজনীতি আমার পেশা নয়, তাই এখন আর রাজনীতি নিয়ে ভাবি না, ভাবি না দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে। ভাবি শুধু নিজেকে আর নিজের প্রিয় মুখদের নিয়ে। কিন্তু তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।

বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা। প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ ! - একজন আরমান ০৭/০৫/২০১৩ সকাল ০৬:০৭:০৪ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।