এখানেই তবে শেষ আমার বাংলাদেশ। হটাৎ করে, হল কি করে ধবংসের অবশেষ। সন্রাসের সাথে দুরনীতির ছোয়ায় আমার দেশের বুকখানি ধোয়া হটাৎ করে , চিনি কি করে এটাই আমার বাংলাদেশ। পতাকার রঙে লাল সবুজের আচর আছে বুজি পতাকার লাল আজে কি মোরা ভাইয়ের রক্তে খুজি? সবুজ প্রকৃতি আজও যদি তার আকৃতি ধরে রাখে, তবুও দেখ রক্তের দাগ মোছেনি মায়ের বুকে। কুমারী মেয়ের আহাজারি দেখ এসিড দগ্ধ মূখে, ঝলসে গেছে বাচ্চার মূখ মায়ের বুকে থেকে। ডাষ্টবিনে থাকা কুকুর টোকাই এক সাথে নিয়ে খায়; বড় লোকেরা বমি করে যা ডাষ্টবিনে ফেলে যায়। বেকারত্বের অভিশাপ দেখ যুব সমাজের চোখে অনিশ্চিত তার, ভবিষ্যত আজ পড়ছে ধুকে ধুকে। এসব দেখে, চিনি কি করে এটাই আমার বাংলাদেশ আমার মায়ের বাংলা মাটিতে আমার ধ্বংস, আমার শেষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।