আমারো পরান যা হা চায়....... জুতা বানাতে হটাৎ মন চাইলো। ছোটো বাবুদের ছোটো ছোটো জুতা আমার খুব ভালো লাগে। অবশ্য শুধু জুতা না। মেয়েদের পার্স,ক্রিয়েটিভ যে কোনো কিছু যা আমাকে আকর্ষন করে তাই আমি বানানোর চেষ্ঠা করি। কখনো হয়,কখনো হয়না।
এবার ভাবলাম জুতা বানাই। আমার মত (মাথা নস্ট)যারা জুতা বানাতে চান তারা দেখতে পারেন...........।
জুতা বানতে লেদার লাগে। এখন আমি লেদার কই পাই!কি করা যায়। গেলাম মার্কেটে গিয়ে রেক্সিন কিনে আনলাম ২০০ টাকার।
বেটা ১ গজের কমে দিবেনা। তারপর যতটুকু সাইজের বানাতে চান সেটুকু কাটতে হবে।
১। একই মাপের কাটতে হবে নইলে বড় ছোটো হয়ে যাবে। তারপর এক সাইজের ২ টা করে ৪ টা কাটতে হবে।
২টা উপর নিচ করে রেখে সেলাই করে ফেলতে হবে এরকম.......
২। তারপর এরকম ২টা কাটতে হবে টুকরা । চারপাশ সেলাই করে ২টা জয়েন্ট করে তিতে হবে
৩। তারপর ছবির মত টুকরা করতে হবে ,সব ২টা করে জোড়ায় জোড়ায়,শুধু লম্বা টুকরাটা ছাড়া। সবগুলিই জোড়া লাগাতে হবে।
শুধু ২ জোড়ার মাঝে ইলাস্টিক লাগি্যে দিতে হবে। ছবির মতন।
৪। তারপর ২নং এ সে টুকরাটা সেলাই করেছিলাম সেটাকে এভাবে ভাজ করতে হবে।
৫।
মাঝখানে ছোটো একটা টুকরা ছবির মত ধরতে হবে।
৬। সেলাই করে ফেলতে হবে সুই সুতা দিয়ে। অবশ্যই ব্যক সাইটে যেন সেলাই দেখা না যায়।
৭।
তারপর ঐ ইলাস্টিক লাগানো বেল্ট মুল টুকরার সাথে জয়েন্ট করে দিতে হবে।
৮। এবার এই অংশৎুকু নিচের অংশের উপর বসিয়ে চারপাশ সেলাই করে দিতে হবে। সেলাইয়ের পরে ৩ নং ছবির লম্বা টুকরাটা জামার পাইপিং দেয়ার মত ভাজ করে লাগি্যে দিলেই ব্যস হয়ে গেলো জুতা।
কেমন হলো? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।