যুদ্ধ চাই যুদ্ধ,আরেকবার বাংলা মাকে পবিত্র করবো তপ্ত রদ্দুর মধ্যাহ্নের একাকিত্ব নির্জনে হাটা একটূ ছায়া খোজ়া ক্লান্ত পথিক ক্ষুধার্ত শরীর আর যে চলেনা, হেলান দেয় গাছের কান্ডতে চক্ষুতে তার ক্লান্তির চাপ... বড্ডো ঘুম আসে মন বলে;; একটূ ঘুমাই?? ক্ষণিক মূহূর্ত;;; আবার চোখ খুলে ক্লান্ত পথিক, মনের আড়ালে দেখতে পায় তার আশা নিয়ে বসে থাকা মায়ের মুখ। মা যে আজ ও চাল নিয়ে গেলে তবেই খাবে!!! বোনকেও বলে এসচে আজ ওর জন্য আজ বাতাশা নিয়েই যাবে;; আর সে কিনা ঝিমায়!!! ঘুমালে পণ্য বিক্রি করবে কে??? মহাজন কি টাকা দিবে এমনি এমনি!!!! তাহলেতো হোতইইইইই। উঠে দাড়ায় পথিক;; মায়ের মুখে ভাত আর বোনের মুখে খুশি দেয়ার দায়িত্ব যে তার !!!! তাই ক্লান্ত পথিক নেমে পড়ে আবার পথে হেসে বলে "অনেকেই বলে এটা নাকি marketing আমি বলি বেচে থাকার processing
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।