আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার আকাশে হটাৎ ই সন্ধ্যা হয় !!!!!!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

তুমি আমার চাঁদ ! তবে ,চাঁদোয়া ? সে ও আমার। কলংক আমার,রাগ ক্ষোভ সুখ-দু্খ,অভিমান সবই আমার। তোমার অস্তিত্ব,তোমার ছলাকলা,তোমার পথচলা সবই আমার......... তোমার জীবন আমাতে মিলেমিশে একাকার। তোমাকে দেখলাম ,শান্ত নিরজনে খোলা জানালার পাশে দাড়ানো আকাশ পোড়া শাড়ীতে তোমার বিনুনীর সাঁতার মনে, বিশ্বাসের শক্ত খুঁটিটাই বসে নিরাসক্ত সন্যাসিনী পা দুলায় চোখের জল আর কাজলের আভিমান নিয়ে তোমার দৃষ্টি ঐ গগনে নিবিষ্ট খেলছ মেঘের সাথে তারার রাজ্যে। হটাৎ ! হুমম ভাবনার আকাশে হটাৎ ই সন্ধ্যা হয় ! অস্ফুট ব্যাথা,ফোঁসে ওঠে,জ্বলে উঠে তীব্র আগুন লোকচক্ষুর ভয়ে নিভিয়ে দেয়,জ্বালিয়ে নিজেকে..।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।