আমি কখনোই লেখক ছিলাম না এখনো লেখক নই। লেখার কোন অভ্যাসও নাই। আর এই লেখাটা লিখার একটা কারন আছে। সেটাই সকলের সংগে শেয়ার করার জন্য এই লিকাটা।
২০০৮ সালে আমি এই ব্লগের সংগে পরিচিত হই।
পরিচয়ের পর আমার নাম লিখতে চেয়েছিলাম "তারিক1bd" কিন্তু কিছু বুঝতে পারি নাই তাই তািরকএকিবিড হয়ে যায়। পরে নামটাকে সঠিক ভাবে লিখতে চেয়েছিলাম কিন্তু পারি নাই। তখন থেকেই এই ব্লগে ঢুকে অন্যের লেখা পরতাম। হ্যা পরতামই বেশী। লেখা হতো না।
আসলেই লেখা হতো না। কারন আমি লেখক নই। মাঝে মাঝে মনের কিছু কথা লিখতাম। এভাবেই চলছিল। সর্ব শেষ এই ব্লগে ঢুকেছিলাম একই বছরের শেষের দিকে।
আর এই ব্লগে ঢুকা হয় নাই।
এরপর অনেক বৎসর চলে গেল। নিজের পেশার সংগে জড়িয়ে পড়লাম। ও হ্যা আমি পেশায় আইনজীবি। কুড়িগ্রাম জেলা বারে এডভোকেট হিসাবে কর্মরত আছি।
তো নিজের পেশার প্রতি জড়িয়ে পরায় এই ব্লগে আর কখানো ঢু মারা হয় নাই। তার কারন সময় পেতাম না। সুধু এটাই কারন নয়। আর একটা কারন ছিল । আমি আমার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছিলাম।
সেটাও একটা কারন।
আজকে একটা জরুরী মামলা ছিল। তার আজকে জবাব দিতে হবে। সকাল ৯.১৫ মিনিটে কোর্টে এসে জবাব রেডি করলাম। কারন গত রাত্রে সময় পাই নাই।
বারের ইলেকসনের কাজ করতে করতে বাসায় আসতে রাত ১২ বেজে গিয়েছিল। তাই অতো রাত্রে কাজে বসি নাই। সকালে কোর্টে এসে মামলার জবাব লিখে মহোরার কে দিয়ে পাঠিয়ে দিলাম এর পর কোর্টের কিছু জরুরী কাজ শেষে লাইব্রেরীতে বসে মেইল চেক করছিলাম। তো হঠাৎ এই ব্লগের কথা মনে পড়ে গেল। অনেকগুলো পাসওয়ার্ড কি চাপাচাপির পর আইডি খুজে পেলাম।
আরে বা অবাক কান্ড। আরো অবাক কান্ড যখন দেখলাম পোস্টে আমার বয়স ৪ বছর।
এই তো সেদিন পোষ্টে আইডি খুললাম। ৪ বছর হয়ে গেলো। ৩ বছর ব্লগে ঢুকি নাই ।
আমার আইডি এখোনো আছে। ধন্যবাদ সামুকে।
বয়স হয়েছে ঠিকই কিন্তু ব্লগার হতে পারলাম না। এজন্য নিজে কে খারাম লাগে।
শুধুই নিজের মনে অভিব্যক্তি প্রকাশ করার জন্য।
সবাইকে শুভেচ্ছা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।