আমাদের কথা খুঁজে নিন

   

পলাতকা

ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি। তুমি যখন দেখছ এবং দেখছ আমি কোনো জটিল অঙ্কের সমাধান নিয়ে ব্য¯ত আমি তখন ঘুরে বেড়াচিছ আউট অব আফ্রিকার আশেপাশে তুমি হয়তো জানো না কী অসহ্য কষ্ট বুকে চেপে আমি অহর্নিশ বেচেঁ থাকি যেগুলো লুকিয়ে থাকে টেলিভিশনের ¯িক্রনে সোফার ওপর অথবা দেয়ালের গায়ে অথবা পাঠ্যপু¯তকের পৃষ্ঠায় পৃষ্ঠায় কখনো আমার বইপড়া সময়গুলোর মধ্যে, আবার তুমি হয়তো জানছ আমি ভীষণ ব্য¯ত হয়ে ঘর গোছাচিছ ঘর্মাক্ত মুখ তোয়ালেতে মুছে সরিয়ে চলেছি আবর্জনার ¯তুপ ট্রেড ফেয়ার থেকে কেনা মব ও গামলা ভর্তি জলে মেঝে করে তুলছি মসৃণ,ঝকঝকে আমি তখন টেমস নদীর তীরে... বসে শুনছি স্বর্গীয় সঙ্গীত ভাবছ মনোযোগী আমি ম্যাগাজিনের পাতায় তখন আমি তোমার হাত ধরে চলেছি নদী থেকে নদীতে সাগর থেকে সাগরে ইউরোপ, আমেরিকা, এশিয়ার গ্রামে, শহরে দূর দূরে দুরে বহুদূরে....... ভাবছ আমি বুঝি কেট উইনস্লেটের প্রেমে মজে গেছি তোমাকে ভুলে মগ্ন আমি কেটরিনা জেটা জোনস কিংবা ডেমি মুরে আমি তখন অন্ধ তোমারই প্রেমে হায় জানতেও পারো না এত কাছে আমি তোমার কেন তুমি ধরতে পার না আমাকে কেন ভাবো তুমি যেখানে থাক আমি থাকি না সেখানে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।