আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের তরুণ সমাজের ধর্মাসক্ততার কারণ

শিক্ষা যেখানে অসম্পূর্ণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব। ১. অজ্ঞতা: এরা পড়ে না তাই জানে না। মোটামুটি সবাই-ই সিলেবাস বয় বা সিলেবাস গার্ল। ২. চিন্তাশীলতার অভাব: অজ্ঞতারই অন্য রূপ। যা শোনে তাই বিশ্বাস করে; প্রশ্ন করার, চিন্তা করার মত জ্ঞান নাই।

৩. পাপাসক্ত: ধর্মীয় দৃষ্টিতে এরা বেশিরভাগই পাপাসক্ত তাই ধর্মের মধ্যে থেকেই পাপমুক্তির পথ খোজে। ৪. আদর্শের অভাব: এদের বেশিরভাগেরই নিজেদের কোন আদর্শ নেই এবং এমন কোন আইডল নাই যাকে তারা ফলো করতে পারে। ৫. বাম ছাত্ররাজনীতির পতন: বাম ছাত্ররাজনীতির পতনের ফলে বেশিরভাগ ছাত্রই সুবিধাবাদী ছাত্ররাজনীতিতে জড়িয়ে নিজেদের আদর্শকে হারিয়ে ফেলে। ৬. শিক্ষার সংকট: এরা সুশিক্ষার সংকটে হাবুডুবু খায়। চাকুরীর জন্য পয়সা ঢালে তারপর তা উসুল করার জন্য দুর্নীতিতে মনোনিবেশ করে।

দুর্নীতির টাকা হালাল করার জন্য ধর্ম প্রতিষ্ঠানে ব্যয় করে। ইত্যাদি, ইত্যাদি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।