আমি বাংলাদেশের দালাল| ২০০৩ সালে বাপের জমি বিক্রি কইরা প্রথম ডেক্সটপ কিনছিলাম। সেইটা আবার ২০০৭ এ বিক্রি কইরা দিছি। তারপর ২০০৮ এ চাকুরিতে জয়েন কইরা আইজ পর্যন্ত অফিসের ২ খান পিসি খাইছ। এখন ৩ নম্বরটা চলতাছে ডেল অপটিপ্লেক্স ৭৫৫. এতোদিনেও নিজের একটা পিসি বা ল্যাপি হইলো না। বড়ই মনো কষ্টে ছিলাম।
টাকা তো আর মাসে কম কামাই না।
তাই এই বার একটা সিদ্ধান্ত নিছি। একটু আগে দেখলাম একটা স্টোরে ১০০ ডলার কম প্রাইসে ল্যাপি সেল দিতাছে। প্রোমোশন সেল আরকি। ইচ্ছা হইল নিয়া নেই।
তাই আপনাদের সুবুদ্ধি কামনা করছি।
ব্যান্ডঃ ফুজিৎসু। মেইড ইন চায়না।
প্রসেসরঃ ইন্টেল কোর আই থ্রি ২৩২৮এম (২য় প্রজন্ম)
উইন্ডোজঃ ৮-৬৪ বিট।
র্যাম/রেমঃ ৪ জিবি ১৩৩৩ মেগা হার্টজ
হার্ডডিস্কঃ ৫০০ জিবি সাটা ইন্টারফেস ৫৪০০ আরপিএম
ডিসপ্লেঃ ১৪" সুপারফাইন এইচডি ব্যাক-লাইট এলইডি
ডিভিডিঃ ডুয়াল লেয়ার সুপার মাল্টি রাইটার
গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি গ্রাফিক্স ৩০০০
কালারঃ ম্যাট-ব্ল্যাক
ওয়ারেন্টিঃ ওয়ান ইয়ার ইন্টারন্যাশাল ক্যারি ইন পার্টস এন্ড লেবার।
দামঃ ৬৯৯ সিং ডলার বা ৪৪,১৪১.৮৫ বাংলাদেশী টাকা।
মন্তব্য করবেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।