আমাদের কথা খুঁজে নিন

   

আয়নার আভিব্যাক্তি......

কখনো সুরের ছন্দ মেলেনা,তো কখনো তাল তবু গেয়ে যেতে হয় মিলিয়ে সাথে সময়ের সুর-তাল! সময় গুলো যখন বয়ে যায় তখন কোথায় থাকো তুমি...? কোথায় থাকে তোমার বোধদয়,তোমার চিন্তা বা তোমার আমি...? একবারও তো আটকাও না সময় কে... একবারও তো বলনা তোমার ইচ্ছে গুলো সময়ের কাছে... বলেছ কি?বল? নির্বাক আমি বরাবরের মতো... কোন জবাব নেই আমার কাছে,জবাব দেবার ইচ্ছেও নেই জবাব খোঁজার সাহস ও নেই। তুমি কি ভাবছ? সময় তোমার কষ্ট বুঝে নিবে?মুছে দিবে তোমার কষ্ট? নাহ... কোন দিনও না,বরং সে তোমার কষ্ট কে আরও বাড়িয়ে দিবে সে তোমার কষ্টের তামাশা বানাবে সবার কাছে মুল্যহীন করে দিবে তোমার কাছে তোমাকেই দেখছ না তুমি?নাকি দেখতে চাইছ না? আবারও নীরব আমি...কি বলব? আমি জানি,একদিন আমার কাছেই মুল্যহীন হয়ে যাব আমি... একদিন না এখনই হচ্ছি...ধীরে ধীরে... আর তাইতো সেদিন,এত কিছুর পরও এক ফোঁটা জল এল না আমার চোখে কারন আমার চোখের জল এখন আমার কাছেই অসহ্যকর... নিজের কাছেই আজ আমি হাস্যকর অথবা মৃত অথবা... সময় আমার কাছ থেকে কিছু নিয়ে গেছে নাকি আমিই সময়ের কাছ থেকে কিছু রাখতে পারিনি...?! সবাই তো পায়...সবাইতো ভুলে যায়...সাবাইতো গড়ে নেয় নিজের স্বপ্ন কে নিজেকে... তাহলে আমি কেন পারলাম না...?!আমি কেন ধরে রাখতে পারলাম না...? কেন গড়তে পারলাম না...?... কোন জবাব নেই...আমার কাছেই নেই...কারন খুঁজতে পারব না আমি... আবার তাকাই আয়নার চোখে... নিঃসীম মায়া জড়ানো সেই চোখে একই রকম অভিব্যাক্তি দেখতে পাচ্ছি আমি...আমার জন্য...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।