অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি
একটি ভাঙ্গা আয়না তোমাকে শিখিয়েছে কিভাবে প্রতিবিম্বগণ নিজেরই বিরুদ্ধে দাঁড়িয়ে
প্রকাশ্য ময়দানে ইহলৌকিকতার দুর্নাম রটায় । যে সকল অপবাদকে তুমি প্রশংসা
পদবাচ্য মেনে গভীর রাতের পথে গেয়ে গেছ উন্মাদগীতি ,তাতে প্রশাখাবহুল নক্ষত্রও
মাথার ওপরে ফেলেছে তীর্যক রশ্মির ফলা আর নগরের সমাধিস্হ তন্দ্রাহীন প্রেতেরাও
তোমার বেসুরো কন্ঠের বৈতালিক লয়ে বিদ্রুপে ইঙ্গিত ছোড়ে ,তুমি কি এখনো তবে
গেয়ে যাবে পুরোনো সে শুকনো পাতার সুরে শীতের সংগীত ?
আহা! বসন্ত জাগ্রত দ্বারে .......
ভোরবেলা দেখো যদি পরিত্যক্ত প্রতিবিম্বগণ তোমারই শবাধার কাঁধে নিয়ে সবুজ
পাতায় ঢেকে রেখে গেছে তোমারই দুয়ারে, তবে গোপনতাকামী স্মৃতির পোকারা
যেন শতচ্ছিন্ন তোমার শরীর খোদাই করে লিখে রাখে "তিনি, কবি, নিজেরই প্রতিবিমম্বগণ
যার হন্তারক"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।