আমি সত্য বলতে ও শুনতে ভালবাসি।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারনে যে আমি গুছিয়ে লিখতে পারিনা। আমার কথা খুব ই কাঠখোট্টা ধরনের ,আর আমি স্পষ্ট করে কথা বলতে ভালবাসি।
যারা এই লিখা পড়ছেন তারা হয়ত অনেকেই ভ্রু কুঁচকাবেন এই ভেবে যে মুনশি টাইপ কারো লিখা।
আমরা সত্য জানি,মানি কিন্তু স্বীকার করতেই আমাদের যত আপত্তি।
___________________________________________
এবার মূল কথায় আসি। আয়নার সামনে পর্ব ১ এ আমি বহুল আলচিত "ইভ টিজিং" নিয়ে কিছু খোলামেলা কথা বলব। হয়তবা আমার সাথে অনেকেই একমত হবেন না। তাই নির্দিধায় আপনাদের মতামত বা সমালোচনা লিখে জানবেন।
আমি আগেই বলেছি যে আমার লেখার হাত ভাল না।
তাই একটা দুর্বল উদাহরণ পেশ করতে চাই।
ধরুন আপনি খুব বড়লোক। টাকা পয়সার অভাব নাই। আপনার সম্পদের প্রতি আপনার অগাধ মায়া। কিন্তু প্রতি রাতে আপনার বাসায় চুরি হয়।
আর সকাল বেলা গালি দিয়ে আপনি চোরের বংশ উদ্ধার করেন। থানায় রিপোর্ট লেখান। শুধু একটা জিনিস ই আপনার মনে থাকে না। নিজের মহামূল্যবান সম্পদ রক্ষার জন্য দরজা বন্ধ করে তালা লাগানো।
কিন্তু আপনাকে যতই পরামর্শ দেয়া হোক না কেন আপনি নিজের সিকিউরিটি রক্ষা করুন আপনি উলটো চড়াও হয়ে বলেন আগে চোরদের শাস্তি দেয়া দরকার।
স্মপদ দেখলেই কি চুরি করতে হবে নাকি। সভ্যতা ,সততা বলে কি কিছু নেই???
আমিও আপনার কথার সাথে একমত যে চোরের শাস্তি হওয়া আবশ্যক। কিন্তু এটাও সত্যি চোর না শোনে ধর্মের কাহিনী। যতদিনে চোর ধরা পড়বে আপনি দেউলিয়া হয়ে যাবেন।
তার চেয়েও বড় কথা হল আপনি আপনার অজ্ঞতা বশত চোরকে দাওয়াত দিয়ে বাড়িতে এনেছেন।
আপনার অল্প একটু প্রচেষ্টা আপনাকে রক্ষা করতে পারত যদি আপনি নিজের সম্পদ হেফাযত করতেন। ঘরে ঢোকার দরজাটা বন্ধ রাখতেন।
আমাদের সমাজের সবাই চোর না। কিন্তু চুরি হরহামেশাই হচ্ছে। সবাই ইভ টিজার না।
কিন্তু ইভ টিজিং বেড়েই চলছে। আমরা মেয়েরা নিজেদের অজ্ঞতাবশত হলেও ওই চোরের মত ইভ টিজারদের দাওয়াত দিচ্ছি।
কিন্তু প্রশ্ন হতেই পারে মেয়ে দেখলেই কি টিজ করতে হবে???
_________________উত্তরের জন্য আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন।
আগামী পর্বে যা থাকছেঃ
ইভ টিজিং বলিউড সিনেমা ও পর্নোগ্রাফির প্রভাব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।