আজকাল ফেসবুকে হেভী মাস্তি নামে বেনামে তাই চলে দোস্তি। অনেকের কাছে জিনিসটি হয়তো পুরাতন। যারা আমার মত এই মাত্র জেনে অবাক হয়েছেন তাদের জন্য এটা। কম্পিউটারে একটি new folder বানান বানিয়ে সেটাকে নিচের যেকোন একটি নাম দিয়ে সেভ করুনতো। হচ্ছে? con nul prn aux com1 com2 com3 com4 com5 com6 com7 com8 com9 lpt1 lpt2 lpt3 lpt4 lpt5 lpt6 lpt7 lpt8 lpt9 আমি পারিনি আপনি পারতে পারেন হয়তো। আজাইরা এ পোষ্টের জন্য মাইনাস দিলে কিছু করার নেই দু:খ পাবোনা। নেই কাজ তো খই ভাজ। খই কেমনে ভাজবো ধানই তো নেই কি বোর্ড আছে টিপতে পারি তাই টিপলাম আরেকটা কথা এটা আমি উইনডোজ এক্সপিতে করে দেখেছি হয়নি। লিনাক্স বা ম্যাক এ হয়তো হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।