অতীব জরুরী
বিপরীতে
আমার নীরবতাকে ভাংতে এসে যদি তুমি দেখো আমি উচ্ছ্বল-
যেনে নিও তা তোমারি দান।
আমার যাপিত জীবনে যদি খুশি হয়ে হাফ ছেড়ে বাচোঁ-
বুঝে নিও তা আমার প্রতিহিংসার ফল।
আমার করতে গিয়ে খালি যদি দেখ আমি পূর্ণ এক .......
ভেবে নিও তা স্বপ্নের পরিপূর্ণতা।
আমায় খুজঁতে যদি ভাব খুব সহজ হয়েছে-
জেনে নিও তুমি অনেকটি পথ পাড়ি দিয়েছো।
আমার শেষ দেখতে এসে যদি দেখ আমার হয়েছে দূর্দান্ত এক শুরু-
ভেবে নিও তুমি পথ ভূলে গেছে।
কারণ, হারিয়েছো তোমার-
-সেই জানা শুনা পথটি, কষ্ট দেয়ার রাতটি।
............................................................
সফল হোক স্বাক্ষরতা অভিযান
আর নয় আর নয়....
২১ পেরিয়ে, ৭১, এরপর আর নয়।
আর নয় কালরাত আর নয় নষ্ট হাত,
আমি তোমায় দিলাম বিদায় দুসময়ের সাথে
আমার জন্ম তোমার ধরতে তুমি শুধরীয়ে যাও যাতে।
শোধরানো তোমার আর হলোনা... তোমার জন্ম ক্ষীণ
জন্মে তোমার শাপ ছিল, আকাশ ধরতে ধরলে হাওয়া
মীন গতিতে তাই তরী বাওয়া।
তারপরও তোর সাহস দেখি
পর্দার আড়ালে তোর কাল উকি
সব বিফলে যাবে,
তোমায় শেষ করেই তবে ৭১ পূর্ণতা পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।