আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
ইমেইল এসএমএস লাইভ চ্যাটিং আছে, সপ্তাহে দু সপ্তাহে
ভরপুর ডেটিং আছে, শরীরের দুরত্ব ঘোচানোর অভিনব সেটিং আছে,
কিন্তু হৃদয়ে হৃদয়ে সীমানার দেয়াল আছে, দুরত্ব আছে,
আবেগের বাধভাঙ্গা জোয়ার আছে, মার মার কাট কাট ইচ্ছা আছে
আত্ব্যত্যাগ আত্বহুতির অভিলাষ আছে, কিন্তু
আত্ব্যার সাথে আত্ব্যার মিলনে জীবনের অসহায়ত্ব আছে।
মদ, বিরানী, বিড়ি সব আছে, পার্টি আছে, নাচে-গানে রমনীয় রাত আছে
মনে মনে প্রেমের- ত্যাগের কোন শপথ নাই,
ইনবক্স, আউটব্ক্স সেন্ট আইটেম সবখানে ছড়াছড়ি ভরা কবিত্ব
কেবল মনে মনে দখলে আছে দেয়াল, দূরত্ব। সৌন্দর্য রুপ যৌবন
আগুনের ফুলকি উপচে ভরা তুফান আছে, চাঁদরে চাঁদরে ভাজে ভাজে
একই জায়গায় অজস্র নাম আছে, অর্থ, প্রতিপত্তি, যশ আছে
চরিত্রের তালিকায় অবনতির শিরোনাম আছে, আছে ন্যায়বিহীন প্রভুত্ব
পেয়ালা পেয়ালায় ঢলাঢলি আছে, হাতে হাতে হ্যান্ডস্যাক আছে, কেবল
মনে মনে সীমানার দেয়াল, কেবল প্রেমের পূর্ণতায় দুরত্ব।
ভালবাসা আছে, প্রনয় আছে, কাবিনে শপথে লেখা আছে অটুটত্ব
মুখে চোখে বুকে বলাবলি আছে শুভ্রতত্ব। কিন্তু তারপরও সীমান, কেবল দুরত্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।