আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো কবিতারা ১

আ মা র আ মি ইচ্ছে ছিলো বলবো কথা কানে কানে, কত কথা মনে মনে মনটা তার জানে কি ছাই, কি যেন কি বলবো কথা খুঁজে না পাই। ইচ্ছে ছিলো হবো ঘাস, পাতবো মিতা হীরক জ্বলা শিশির সনে। এক জীবনে পুড়িয়ে দেবো হাজার চিতা উড়াল দেবো এক পূর্ণিমায় চাঁদের পানে। ইচ্ছে ছিলো লিখবো গান, তোমায় মনে আঁকতে আঁকতে, তোমার ধ্যানে কাটিয়ে দেবো স্বপ্নের রাত। কোন এক দারুন ক্ষণে পড়িয়ে দেবো লতার মুকুট হাতে বুনে, ছুঁয়ে দেবো বাড়িয়ে হাত। আমি জানি না, মনের কথা আকাশ জানে। _____________________________________________ ১৯/২০ অক্টোবর, ২০০৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।