আজ অনেকদিন বাদে পুরানো অ্যালবামগুলো দেখছিলাম। পুরোনো ছবি, পুরোনো স্মৃতি। কেমন ফ্যাকাশে হয়ে গেছে ছবিগুলো। পাতা ওল্টাতে ওল্টাতে হঠাত চোখ আটকে গেল একটা ছবিতে। আরে এতো আমার কলেজ জীবনের ছবি।
এই ছবি এখানে এলো কিকরে! স্মৃতি হাঁতরাতেই মনে পড়লো। এটা তো আমাদের বিয়ের আগে তোমার বাড়ির লোকদের দেখানোর জন্য দেয়া হয়েছিলো। মনে আছে তোমার চাচী বলেছিলেন, এই মেয়ের তো গায়ের রঙ চাপা, অন্য মেয়ে দেখ। কারো মাধ্যমে কথাটা বাবা-মায়ের কানে এসেছিলো। কষ্ট পেয়েছিলেন তারা।
আমাকে জানতে দিতে চাননি। তবুও জেনে গিয়েছিলাম আমি। অভিমান হয়েছিলো খুব। এখন মনে পড়লে হাসি পায়। অনেক বাঁধা থাকা সত্তেও আমাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।