পুরানো ছন্দে মাতাল এ মন,
ভালোবাসি তাই সেই ছন্দ
আজও এ মন চায়।
প্রতিক্ষণে প্রতিদম
ছন্দে ছন্দ সেই কিছু নাই কম।
ভালোবাসি তাই ছন্দ আমার,
তবু আমি বুঝি নই তোমার।
পুরানো সেই কথা,
সুর তোলা সেই গান মন ভোলা;
ভুলিয়ে দেয় পুরানো ব্যথা।
ভালোবাসি তাই,
সেই পুরানো আশা।
অপূর্ণতা, অসমাপ্ত
পুরানো আমি,
তবুও তোমায় নিয়ে জরাজীর্ণ;
ছন্দ তোমায় খুঁজে নেই,
তোমায় কাছে পেয়ে
আমি ধরা দেই।
আশায় ভালোবাসা গড়া,
বিশ্বাসে আকাশ ছোঁয়া;
পায়ের পরশে পথ চলা,
পুরানো সেই পথ-
তাই যায় না ভুলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।