আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো গল্প-----

আকাশ ছোঁয়ার সপ্ন দেখি-------------- আকাশ ছোঁয়া সপ্ন

পালডির গল্প তো কম বেশি সবাই জানেন। কয়েকটা মনে পড়ছে বলি বন্ধুঃ ১৭৭০ সালে আবিষ্কার হয় অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। পাল্ডীঃ তার আগে মানুষ বাঁচত কি ভাবে? পাল্ডিঃ একজন টুরিস্টকে একটি ক্যাসল দেখিয়ে বলছে ঐ খানে আমার জন্ম হয়। আপনার কোথায় হয়? টুরিস্টঃ হাসপাতালে। পাল্ডিঃ সর্বনাশ ! কি হয়েছিল আপনার। বাড়িউলীঃ সে কী মিঃ পাল্ডি ? দশ টাকার মানিওর্ডার,আর আপনি দিলেন পাঁচ টাকা বকশিস! পাল্ডীঃ হেঁ হেঁ , ঐ টতো বোঝো না আর কিপ্টেমি করো। ঘন ঘন আসবে যে! পাল্ডী ঘোড়ার রেসে গিয়ে শুধাচ্ছেনঃ ঘোড়া গুলো এরখম পাগাল-পারা ছুটছে কেন? বন্ধুঃ কি আশ্চর্‌্য, পাল্ডী, তাও জানো না! যেটা ফার্স্ট হবে সেটা প্রাইজ পাবে যে,। পাল্ডিঃ তা হলে অন্যগুলো ছুটছে কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।