শত শত লিখা গান কবিতায় অভিমান, হৃদয়ে রাখা স্মৃতি আজও আছে অম্লান। হাজারো চেনা সুর কাক ডাকা সেই ভোর, কান পেতে আজও শুনি ছন্দে ভেজা নুপুর। ঐ ভরা হাসি মুখ এক জোড়া রাঙ্গা ঠোঁট, পালিয়ে বেড়ায় যেন তার ঐ দুটি চোখ। লাখো তারা আকাশে রূপবতী চাঁদ সে, এক নজর দেখে ভুলে গেছি নিজেকে। কোটি কলি বাগানে ফুটে যায় নিরবে, একটু ছোঁয়া তার লাগে যদি গোপনে। জল ছেড়ে জলপরী এল যেন ডাঙ্গাতে, মায়াজালে জড়িয়ে সে নিল আমায় নিমেশে। ************
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।