প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
জলপরী বৃষ্টি ধরতে চেয়েছিল কোন এক সন্ধ্যায়
আর আমি সোনালী ফড়িঙ্গের পেছন পেছন ছুটতে ছুটতে কখন হারিয়ে গেলাম
আমই নিজেই জানি না
জল পরী ভুলে গেল আমার কথা।
তাই আজ ও খুজি জলপরী কে,আর সল্প চেনা সেই সোনালী ফড়িং কে
দুজন ই ছেড়ে গেছে আমায়,কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায়
আমি খুব জানি জলপরী আর সোনালী ফড়িং একই
একজন কে খুজে পেলে অন্যে এসে কড়া নাড়বে আমার সৌভাগ্যের দরজায়
তোমার আমার এই গল্পের মাঝে ঐ যে উড়ে যাচ্ছে "সোনালী ফড়িং
সোনালী ফড়িং দাঁড়াও আমি আসছি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।