আমাদের কথা খুঁজে নিন

   

খোকনের জলপরী

একজন চন্দ্রহারা আমাকে জলপরী বলতে পারো। কিন্তু আমি সব সময় জলে থাকি না। স্থলেও থাকি, আকাশেও থাকি। তোমাদের বাড়ির পাশের শিউলি গাছটাতে ফুল হয়ে ফুটেছিলাম এক রাতে। পরদিন সকালেই ঝরে গেলাম।

চলে গেলাম আকাশে। তারাদের সাথে কাটালাম কয়েকরাত। আর এখন জলে ভেসে বেড়াচ্ছি। তোমাদের পুকুরে ভেসে বাড়াচ্ছি বেশি দিন হয় নি। তারও আগে ছিলাম দূর বনে।

সেখানে ফুলে ফুলে ঘুরে বেড়িয়েছি, পাখিদের সাথে কলরব করেছি। কিচির-মিচির শব্দে পুরো বন আন্দোলিত করে ফেলেছি। তারও আগে ছিলাম সমুদ্রে। ঢেউ হয়ে কত মানবের পা ছুয়েছি, কত সম্পদ ভাসিয়ে নিয়ে রেখে এসেছি অতল সমুদ্রে। ঝিনুকের বুকের মুক্তো চুরি করেছি, ও! মনেই তো ছিলো না।

তোমার জন্য কিছু মুক্তো এনেছিলাম যে। এই বলে খোকনের হাতে কিছু মুক্তি তুলে দিলো জলপরী। খোকন মুক্তোগুলো হাতে পেয়েই অনেক খুশি হল। জলপরীকে ধন্যবাদ না দিতেই সে কোথায় যেন হারিয়ে গেল। হঠাৎ মায়ের ডাক, এই খোকন ওঠ! কয়টা বাজে দেখ।

ছুটির দিন হয়েছে তাই বলে কি সারা সকাল ঘুমুতে হবে। তাড়াতাড়ি ওঠে মুখ ধুয়ে খেয়ে নে, আজ সবাই মিলে মেলায় যাবো। স্বপ্নটা ভেঙ্গে গেল দেখে খোকনের মন খারাপ হলেও মেলার কথা শুনে ওঠে পড়ল। বিছানায় হাত মেলতেই কতগুলো মুক্তা গড়িয়ে পড়ল মাটিতে। তবে কি সত্য এসেছিলো জলপরী? নইলে মুক্তোগুলো কোথা থেকে আসলো।

খোকনের আনন্দ আরও বেড়ে গেল কিন্তু স্বপ্নটা ভেঙ্গে যাবার আফসোসটাও রয়ে গেল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.