জলপরী জানো কতটা স্বার্থপর অমানুষ আমি
কল্পনার বিস্তীর্নতার শেষ স্তরে নেমে ও
অনুমান করতে পারবে না
যদি দিনের হিসেব করি তবে
১৪৬০ দিন আগে নিস্তব্ধ নিশীথে বলেছিলাম
এক সঙ্গে জীবন যুদ্ধের যোদ্ধা হব । অন্দ্রিার
তীব্রমধুর উন্মাদনায় ভাসবো দুজন । চাঁদ দেখবো ।
আমাদের প্রেম দিয়ে নতুন সূযোর্দয় ঘটাবো ।
লাবন্যের প্রতিমা তুমি ।
তোমাকে নিয়ে বাধা সংকট
ডিঙ্গিয়ে দুজন ছোব দুজনকে ।
এত দিন পর আজ মনে হয় সব ই
ভূল স্বপ্ন । অযথা বাক্যের অপচয় ।
এখন তোমার হাত ঠোট আলিঙ্গন
খুবই বেঢপ লাগে
সহজেই বিতৃষ্ণা ধরে তোমাতে ।
আজকাল সৌ্র্ন্দেযের কোন নারী ই
আমার চোখ ছাপিয়ে যায় না সহজেই ।
আমি দেখে দেখে মুগ্ধ হই মূহঃমূহঃ ।
মাঝে মাঝে নতুন স্পর্শের কন্ঠের আর বিস্ময়কর
গ্রীবার সৌন্দর্য আমাকে হাতছানি দেয় ।
তোমাকে ভূলে যাই সহজেই ।
চিরন্তন সত্যের মত বেড়ে উঠা ওদের স্তন ।
আমাকে উন্মাদ করে ।
ওদের শরীরের অন্যান্য সত্যতে ও
ডুবাতে চাই আকন্ঠ আমাকে ।
জলপরী তুমি আমায় তীব্র তীক্ষ্ণ রুঢ় পরিহাস কর
কঠোর ভ্ৎসনা দাও ।
তাতেও খুব বেশী যায় আসে না ।
তবুও ক্ষমা করো ক্ষমা করো জলপরী ।
আমাকে ডুবতে দাও অন্য নারীতে ।
নতুন বসন্তের নতুন আগুনে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।