আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণ্য রাজনীতি

মাঝে মাঝে ভাবি, আর কিছু ভাবুম না, আর কিছু লিখুম না বাংলাদেশের এই জঘন্য রাজনীতি নিয়া। আর পেপার পরুম না, খবর দেখুম না। যা ইচ্ছা করুক ওরা আমার কি? এই হাবি-জাবি দেইখা কি হইবো? কিছু হইলেই কি, আমি কি কিছু করতে পারুম? পারুম না। তাইলে না দেখাই ভালো। কিন্তু দিন শেষে দেখি দেশটা আমদেরই।

এই দেশের মানুষ আমরাই। আমাদেরই এইখানে থাকতে হইবো। আমাদেরই এখানে কাজ কইরা বাচতে হইবো। যারা বড়লোক বাপ-মার সন্তান তাগো কোন চিন্তা নাই। কিন্তু আমি কি করুম? আমারতো দিন আইনা দিন খাইতে হয়।

আমি কেমনে বাচুম যদি এমনে কইরা হরতাল হয় প্রতিদিন? কেমনে আমার বাপ-মা বাচবো যদি আমি রাস্তায় বাইর হইয়া আগুনে পুইরা মইরা যাই? আমার বোন কেমনে বাচবো যদি তার কোলের সন্তানটা ভিটামিন এ খাওয়ায় মারা যায়? আমার হিন্দু বন্ধুটা কই থাকবো যদি তার ঘরবাড়ি জ্বালায় দেয়? অসহায় আমি, কারণ দেশকে ভালোবাসি। তাই না বইলা থাকতে পারি না...এই যদি হয় গনতন্ত্র, তাইলে আমি বিশ্বাসী না সেই গনতন্ত্রে। ঘৃণা করি আমি তাদের রাজনীতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.