দূর আকাশের নীল তারা র অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও আমাদের গুণী ডাক্তারগণ পড়ে খারাপ ই লাগলো। এই সব ডাক্তার দের সমাজে ামি নিজেকে ডাক্তার বলতে লজ্জাই পাই। সব ডাক্তার এমন নয়। গুটি কয়েক ক্ষমতালোভী অর্থলোভী ডাক্তারদের কারনে পুরো ডাক্তার সমাজকে কষাই বলা হয়। ডাক্তার হবার আগে মানুষ হওয়াটা যে জরুরী তা উনাদের কে বোঝাবে? কতকগুলো ব্যক্তিত্য হীন ডাক্তারকে তো দেখি সবসময় দেখি রীতিমতো ওষুধ কম্পানীগুলো থেকে চাদাবাজী করার মতো বিভিন্ন সুবিধা আদায় করে নিতে। কি না আবদার করে তারা। আবার এগুলা তারা সগর্বে গল্প করে বেড়ায়। ঘৃণ্য এই ডাক্তার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।