সত্যের সাথে সুন্দরের পথে
নিঝঝুম রাতে ভেঙে গেছে ঘুম-
দোল খায় চোখে স্বপ্ন ভয়ংকর ;
এলো কি সেই খুনঝরা মওসুম-
ঘৃণ্য আটাশ, আটাশ অক্টোবর।
পল্টন মোড় কেঁপেছিল থরথর-
হিংস্র কুকুর মুখ ঢাকে লজ্জায় ;
মানুষ ক্যামনে হয় এত বর্বর-
রক্ত-মাংস-অস্থি ও মজ্জায় !
না না না ওরা তো মানুষ নয়-
বৈঠা লগির ইবলিসি সৈনিক ;
অন্তরে নেই আল্লার কোন ভয়-
রক্ত শরাব পান করে দৈনিক !
এই পশুদের উল্লাসভরা দিন-
ক্রমে ক্রমে শেষ হয়ে আসে ;
রবেনা বাংলাদেশ আলোহীন-
শহীদ-গাজীর স্বপ্নের উদ্ভাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।