সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে চড়াও হয়ে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ধৃষ্টতা দেখিয়েছে। এই দুর্বৃত্তপনার প্রতিবাদ জানিয়েছে সংলগ্ন এলাকার মানুষ। তারা রাস্তা অবরোধ করে মন্দিরে ভাঙচুর ও অগি্নসংযোগের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পর জনতা অবরোধ তুলে নেয়। বাংলাদেশের পরিচিতি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে।
শত শত বছর ধরে এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য ধর্মাবলম্বীদের সহাবস্থান রয়েছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে থাবা বিস্তার করলেও বাংলাদেশের জনমনে তা কখনো ঠাঁই পায়নি। এ দেশের ধর্মপ্রাণ মানুষ সাম্প্রদায়িকতার হীনমন্যতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ লড়েছে দেশকে শত্রুমুক্ত করার জন্য। দেশের জন্য আত্দোৎসর্গীতদের রক্ত ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতকে আরও শক্তিশালী করেছে।
বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে ধর্মভীরু। ধর্মের মানবিক চেতনায় উদ্বুদ্ধ এ দেশের প্রতিটি মানুষ। পৃথিবীর প্রতিটি ধর্ম সত্য, সুন্দর ও কল্যাণের কথা বলে। এ প্রত্যয়ের সঙ্গে হিংসার কোনো সম্পর্ক থাকা উচিত নয়। সিরাজগঞ্জে রাতের অাঁধারে যারা মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগি্নসংযোগের ধৃষ্টতা দেখিয়েছে তাদের একটাই পরিচয় তারা অপরাধী।
মানব সমাজে অশান্তি ও হিংসার পরিবেশ সৃষ্টিই তাদের উদ্দেশ্য। পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে অন্ধকারের জীবেরা মন্দিরের ওপর চড়াও হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে কলুষিত করতে। আশার কথা, সিরাজগঞ্জের সংশ্লিষ্ট এলাকার মানুষ জাতি-ধর্ম-নির্বিশেষে অপরাধীদের ধিক্কার জানিয়েছে। তাদের কণ্ঠে ঘোষিত হয়েছে ১৬ কোটি মানুষের প্রতিবাদের কথা। সিরাজগঞ্জের শীতলা মন্দির ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন করে প্রশাসন জনপ্রত্যাশা পূরণে এগিয়ে আসবে আমরা তেমনটিই দেখতে চাই।
ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সংঘটিত এ দুবর্ৃৃত্তপনা জাতিকে সতর্ক হওয়ার তাগিদও দিয়েছে। আমাদের বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সর্বাত্দক সতর্কতা অবলম্বন করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।