পলাশবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম জানান, শনিবার রাঙ্গামাটি বিল এলাকা থেকে জহুরুল ইসলামকে (২৭) আটক করা হয়।
জহুরুল উপজেলার বাশকাটা মহেশখালী গ্রামের আবু তালেবের ছেলে।
ওসি জানান, আটকের সময় জহুরুল কিরিচ, লম্বা তরবারী ও কুড়ালসহ বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিলেন। পুলিশ এ জাতীয় ছয়টি ধারালো অস্ত্র ও তৈরির সরমঞ্জামসহ তাকে আটক করে।
তিনি বলেন, জহরুলের বিরুদ্ধে আগেরও থানায় অস্ত্র আইনের মামলা রয়েছে। এছাড়া থানায় হামলা, পুলিশকে মারপিটসহ বিভিন্ন অভিযোগের একাধিক মামলা আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।