লেগেছে ভীষন লড়াই জোরে
রুদ্ধ দেখে পথের দ্বার,
কারোই দখল দিচ্ছে না কেউ
একটুও ছাড়।
কেউ চায় ঢুকতে
কেউ বা রুখছে,
মাঝে পড়ে পথিকটা
দুরু দুরু ধুকছে।
কাঁপিস না বেদনায়, নহিস তো নিরুপায়
খুলে ফেল আবরন জঞ্জাল বস্ত্র -
পাজরের মাঝে তোর একান্ত অস্ত্র।।
[০৫-০৪-১৯৯৮]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।