আমাদের কথা খুঁজে নিন

   

রাসায়নিক অস্ত্র কী?

এটি এমন এক ধরনের অস্ত্র, যেখানে মানব স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। রাসায়নিক অস্ত্র স্বাভাবিকভাবেই মানব দেহ বা পরিবেশের ওপর এমন কুপ্রভাব ফেলে যা অনাকাঙ্ক্ষিত। তবে ক্ষতির পরিমাণটা নির্ভর করবে রাসায়নিক পদার্থ কী পরিমাণে ব্যবহার করা হচ্ছে তার ওপর। যেমন- কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাসও এক ধরনের রাসায়নিক অস্ত্র। এই টিয়ার গ্যাস চোখে জ্বালাপোড়ার প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে ক্ষতির মাত্রাটা নির্ভর করে কী পরিমাণে প্রয়োগ করা হয়েছে তার ওপর। হালকা মাত্রায় প্রয়োগ করা হলে ক্ষতি এক রকম, আবার বেশি মাত্রায় প্রয়োগ করা হলে তার প্রভাব আরেক রকম। রাসায়নিক অস্ত্রে ক্ষতি শুধু মানুষেরই হয় না, যেখানে প্রয়োগ করা হয়েছে সেই এলাকায় বসবাসকারী অন্যান্য প্রাণী এবং গাছপালার ওপরও প্রভাব পড়ে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.