আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি শিক্ষিত?



প্রতিদিন সকালে যাদের যাতায়াতের জন্য টিকেট বাসে চড়তে হয়, তাদের অনেককেই ভোগান্তি পোহাতে হয়। অবশ্য একি সমস্যা লোকাল বাস এ ও হয়। কারনটা খুব সাধারন। বাসের সামনের দিকে সব মানুষ জড় হয়ে থাকে, যার কারনে পেছনে জায়গা থাকা সত্বেও বাসে উঠা যায় না। মজার ব্যাপার হলো নিচে যারা থাকেন এদের মধ্যে এমন মানুষ ও থাকে যারা নিচে থাকা অবস্থায় অন্যদের পেছনে যেতে অনুরোধ করেন, কিন্তু বাসে উঠা মাত্র বলেন "ড্রাইভার টান দাও, গাড়িতে জায়গা নাই"।

আমি যা বুঝতে পারি না তা হলো কেনো আমরা নিজ স্বার্থের বাহিরে আর কিছু দেখতে পারি না। রাস্তায় প্রায়শই আমার মানুষ এর সাথে এই ব্যাপারে তর্ক হ্য়। বিগত রমজানে একদিন মতিঝিল থেকে লালমাটিয়া আসার সময় বাস এ একজন মানুষ এর সাথে আমার তর্ক বিতর্ক হয়। ভদ্রলোক বাসের ড্রাইভার কে শাহবাগ স্টপ এ থামতে নিষেধ করছিলেন কারন তিনি রোজা রেখেছেন এবং বাসায় যেয়ে ইফতার করতে চান। অথচ উনি এটা একবার ও ভাবলেন না যে ঐ বাস স্টপ এ ও অনেক রোজাদার বাসায় যেয়ে ইফতার করবেন বলে বাসের জন্য অপেক্ষা করছেন, এবং বাসটা ওখানে না থামলে তারাও হয়ত সময় মতো বাসায় পৌছাতে পারবেন না।

আমরা প্রতিদিন যাদের কে এরকম আচরন করতে দেখি এদের বেশির ভাগ কে দেখে বা কথা শুনে বোঝা যায় যে তারা শিক্ষিত। আসলেই কি তাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.