আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আবাল, আবাল হইয়াই থাকিব।

কয়েকটা নিক সুলেমানি ব্যান, কয়েকটা নিক ওয়াচে আছে। তাই নতুন একটা নিক খুলতে হল। আমি কৈলাম পুরান পাপী, তাই খেয়াল কৈরা..... ""আন্দোলন করতে গেলে হয়ত আরো কিছু প্রানহানী হবে। জানমালের ক্ষতি হবে। কিন্তু দেশের স্বার্থে এই ক্ষতি মেনে নিতে হবে।

"" আমি হতবাক !!! একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য এটা। তো ম্যাডাম এই আন্দোলনে আপনি, আপনার দুই ছেলে, নাতনী, এবং আপনার দলের প্রধান নেতাদের সাথে রাস্তায় নামেন। রাস্তায় নেমে পুলিশের সাথে ইট-পাটকেল খেলা শুরু করেন, গাড়িতে আগুন দেন, পুলিশের গুলিতে শহীদ হন। তো পারবেন ? নিজে রাস্তায় নামতে, আপনার দুই ছেলেকে পিকেটিং করতে পাঠাতে ? সহ্য করতে পারবেন আপনার নাতীর রক্তাত্ব লাশ রাস্তায় পড়ে থাকতে দেখলে ? পারবেন বাথরুমের এসি আর গোলাপী লিপিস্টিক ছেড়ে রাস্তায় দাড়িয়ে "বাংলাদেশ জিন্দাবাদ" বলতে ? আমি জানি আপনি পারবেন না। শুধু আপনি নয় বর্তমান প্রধানমন্ত্রীও পারবেন না।

আপনারা তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর ভিরতে দলীয় চামচা সহযোগে আবাল-আমজনতাকে আদেশ দিতে পারবেন। আর আমরা আবালেরা মস্তিস্ক বন্ধক দিয়ে লুঙ্গি টাইট মেরে রাস্তায় নেমে পড়ব। আপনাদের কাছে ৭/৮ টা মানুষের মৃত্যু দলীয় স্টান্ডবাজী ছাড়া কিছুই নয়। মাননীয় বিরোধী দলীয় নেত্রী, ইদানিং দেখা যাচ্ছে আপনি আস্তিক-নাস্তিকের সনদপত্র বিতরন করতেছেন। বেশ ভালকথা।

কিন্তু আপনি নিজে কি আস্তিক ? আপনার দামী-রংচঙা পোশাক কি সেই কথা বলে ? তাছাড়া, ইসলাম ধর্মে তো নারী নেত্র্রীত্ব হারাম , তাহলে আপনি আস্তিক কিভাবে? আর একটা প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোথায় বলা আছে কোন নাস্তিক রাজাকারের বিচার চাইতে পারবেনা ? তাকে ধরে ধরে ফাঁসি দিতে হবে? ব্লগের গুটি কয়েক স্বঘোষিত নাস্তিকে আপনার অশীর্বাদ পুষ্ট চুদুরবুদুর রহমান লক্ষ লক্ষতে রুপান্তরিত করে ফেলল। আপনি তার পালে বসন্তের হাওয় লাগিয়ে দিলেন। সামু সহ বিভিন্ন ব্লগে যারা ইসলাম নিয়ে লিখে তারা সবাই আপনার তরিকায় নাস্তিক হয়ে গেল। যেভাবে নাস্তিক বাড়াচ্ছেন তো কিছুদিন পরে তো এই দেশে আপনার দল, হেফাজতে ইসলাম এবং জামাতশিবির ছাড়া কোন আস্তিক থাকবেনা। সবাই ইহুদি-নাসারা হয়ে যাবে।

"তত্ত্বাবধায়ক সরকার" পুনবর্হাল হলে সাধারন জনতার কি লাভ হবে বলতে পারেন ? গনতন্ত্র প্রতিষ্টিত হবে ? স্বাধীনতার ৪২ ধরে আপনার এই গনতন্ত্র কে ফুটফাতে দাড়ানো ক্যানভাসেরের মত বিক্রি করে আসছেন, আর কত ? গনতন্ত্রের সাথে খানিকটা একনায়কতন্ত্র, খানিকটা পরিবারতন্ত্র, খানিকটা মুর্খতন্ত্র মিশিয়ে এমন একটা ককটেল বানিয়েছেন যে আর গিলতে পারছিনা। বাংলদেশে গনতন্ত্র আছে এটা বুঝা যায় কেবল নির্বাচনের সময়, এছাড়া তাহাকে দূরবীক্ষণ যন্ত্র দিয়াও দেখাযায় না। এবার ক্ষেমা দেন। "তত্ত্বাবধায়ক সরকার" আসলে হয়ত আপনি আবার ক্ষমতা পেতে পারেন, হয়ত আ-লীগ ভোট কারচুপি করতে পারবেনা, কিন্তু এতে করে শুধু গদির মানুষগুলা পরিবর্তন হবে। জনগনের কিছুই হবেনা।

আমরা আবাল, আবাল হইয়াই থাকিব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।