আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) ফারাতন্বী নিকটার সাথে পরিচিত হওয়ার ধরনটা ছিলো একটু অন্যরকম।
ব্লগে আমার প্রোফাইল পিকটা প্রথম থেকে লাগানো।
মাঝখানে কয়েকবার নিকটা বদলানোর চেষ্টা করেছিলাম এরকমই একবার নেট থেকে একটা ছবি নামিয়েছিলাম। সেটা অ্যাড করতে যেয়ে দেখি ছবিটা অনেক বড়, অ্যআড হচ্ছে না। খুব মন খারাপ হয়েছিলো ছবিটার জন্যে। কারন অনেক পছন্দ হয়েছিলো।
একদিন ব্লগে ভিজিটর লিস্টে দেখি আমার পছন্দের ছবিটাই ঝুলছে।
ঢুকে দেখি নিকটা ফারাতন্বী র!
আস্তে আস্তে সেখান থেকে আপুর লেখা পড়তাম। নিয়মিত পড়া না হলেও যখন পড়তাম সব লেখা একসাথে পড়ে একসাথে কমেন্ট করতাম। এখনও এরকম ই করি।
আস্তে আস্তে একসময় আপুটা আমার খুব প্রিয় একজন মানুষ হয়ে যায়। আপুর একটা গুনের কথা বলতেই হয় সেটা হলো মানুষ কে কাছে টেনে নেওয়ার ক্ষমতা।
আমার প্রিয় এই আপুটার আজ জন্মদিন।
শুভ জন্মদিন আপু। তোমার এই ছোট বোনের অনেক অনেক অননেএএএএএএএক শুভকামনা তোমার পিছু লেগে থাকবে সব সময়
রোজা রমজানের দিন, দিনের বেলা খাওয়া-দাওয়া ঠিক না। আবার জন্মদিন কেক ছাড়া কেমন দেখায়। তাই কেক দিলাম।
তবে এখনই কেই খাবেন না। ইফতারের সময় কেক খাবেন।
আর ফারাপু, তোমার জন্যে এই গিফটটা
(আসলে ফারাপু যেমন, তার সম্পর্কে যেভাবে বলা দরকার ছিলো সেরকম বলতে পারলাম না, কি রেখে কি বলবো। আসলে এটা আমারই অক্ষমতা) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।