আমাদের কথা খুঁজে নিন

   

শুভজন্মদিন আপুটুনি চানাচুর

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

আমার সবচেয়ে কাছের এবং পাশের মানুষ আমার ছোটবোন চানাচুরকে নিয়ে আজ লিখতে মনে চাইছে। সে একজন বিশিষ্ট বদরাগী এবং বেয়াদব মেয়ে। তাকে নিয়ে অনেকের অনেক অভিযোগ। প্রথমেই আছে আম্মু। আম্মু আর চানাচুর এই ২জন সবসময়ই কমিউনিকেশন এরর এর শিকার!! এদের একজন ভাল কথা বললে অন্যজন সেটাকে ভুল বুঝবে এটাই বাস্তবতা! এর সবকিছুতেই সমস্যা! এই পোস্টটা লিখছি তাও চুরি করে।

ইয়াহুতে সাইফুর ভাইয়ের সাথে পোস্ট দিবো কিনা কথা হচ্ছিল সে দেখেই বলল, খবরদার কোন পোস্ট দিবি না আমাকে নিয়ে! ভাল হবে না বলে দিচ্ছি। আমি বললাম, ওকে দিবো না আমি আম্মুর কাছে নিজের কারণে যতটা বকা খেয়েছি জীবনে তার থেকে ওর জন্যি খেয়েছি বেশি জীবনে। আব্বু অধিকাংশ সময় খুলনার বাইরে চাকরি করে তাই ওকে সামলানোর দায়িত্ব আব্বু অনুপস্থিতিতে আমারই তার রাগ ভাংগানোর জন্য আমার এক সময়কার প্রিয়গান ছিলো মান্না দের সে আমার আদরের ছোট বোন । সে কখনওই নিজের ইচ্ছার বিরুদ্ধে কারও কথা রাখে না তার পায়ে মাথা ঠুকে মরলেও না। তার আরো একটা স্বভাব ঘন্টার পর ঘন্টা ভাত খাওয়া।

রাত ১০টায় ভাত নিয়ে বসলে সে ভাত রাত ২টার আগে শেষ হবে আশা করাটা ভুল। একবার ওর ইয়াহু কনফারেন্সে আমি ও ভাত খাচ্ছিল তাই প্রক্সি দিতে গেলাম পরে আমিই কন্টিনিউ করলাম কারণ তার খাওয়া শেষ হয়েছিল সেদিন রাত সাড়ে ৩টায়। আর এ কথা কাউকে বললে সে অত্যন্ত অপমানিত বোধ করে। অনেক বদনাম করলাম। এবার কিছু ভাল কথা বলি।

আমার আর ওর সম্পর্কটা বোনের থেকেও বন্ধু বললেই ভাল মানাবে। আমরা ২জন কিছুই ২জনের কাছে লুকিয়ে রাখি না। তাই কেউ কোন প্রমিস করাতে চাইলে আমি তাকে আগেই বলেই নিই এটা ওকে বলবোই তবে ও কাউকে বলবে না এটা শিওর। ও মাঝে মাঝে অনেক জ্ঞানী কথা বলে। আমাকে বুবু কোনদিন শাসন না করলেও ও সবসময়ই শাসন করে যদি্ও এটা আমার অনেক ভাল লাগে।

ওর একটা জ্ঞানী কথা আমার পছন্দের...অনেক পছন্দের..খারাপ মানুষের সঙ্গ খুব ভাল লাগে। যদিও সে নিজের ব্যাপারে অনেক উদাসী। আজকে ওর জন্মদিন সাথে নানীর মৃত্যুবার্ষকীও তাই ভাল লাগলেও মন খারাপ থাকে। নানীও একজন প্রিয় বন্ধু ছিল যাকে নিয়েও লিখবো। শুভ জন্মদিন আপুটুনি নতুন সংযোজন: সে জীবনে আমাকে কোনদিনই আপু ডাকে নি।

নাম ধরে তুইতোকারি করেছে সারাজীবন আমি তাকে একসময় তুমি করে এবং আদর করে আপু বলতাম। এখন আর ওসবে ধার ধারি না। তবে সে আমাকে বুন্ডাল্স, বুন্ডস, লি যা মনে আসে তাই বলে ডাকে এখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.