বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। এই আমার শততম তারা গোনা শেষ হয়ত ঘুরে ফিরে একই তারাগুলো গুনছি তবু এই হল শেষ গুনে গুনে তোমার মুখ হল আঁকা তারায় থেকে তারায় দাগ টেনে টেনে তোমার চোখ হল আঁকা সে গভীর চোখের অতল তলে ডুবে রয়েছি নিজেকে জোর করে তুলে নিলাম সম্মোহনের কবল থেকে তোমার বাকি সব আঁকা এখনো যে বাকি টেনে দিলাম দীঘল কালো কেশের প্রান্ত হ্য়তো কোঁকড়ানো হয়ত নয় সে বিস্তারিতে আমি যাব না বাকিটা এখনো যে আঁকা হয়নি। ঝরে পড়া তারারা হুমকি দিয়ে যাচ্ছে অনবরত। দুটো তারা বসিয়ে দিলাম তোমার টোল পড়া গালে হয়ত আমার খেয়াল তবু খেয়ালেই আমার খুশি খেয়ালের বশেই তাই বসিয়ে দিলাম নাকফুল তোমার ঠোঁটে চিবুকে লাগিয়ে নিলাম গোলাপের রং তাই। চারিদিক সুনসান নিরবতা। তবু আমার তারারাই গেয়ে যাচ্ছে তোমার গান। আমি বিমুগ্ধ চেয়ে রয়েছি এখন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।