আমাদের কথা খুঁজে নিন

   

বিমুগ্ধ বসন্ত আজ

তোমার অপেক্ষায় আমার ধূধূ দিগন্ত

সবুজে শিমুল রঙ মিশে যেন হয়েছে পতাকা বিমুগ্ধ বসন্ত আজ উড়ে এসে হাঁটছে শহরে সুখ স্মৃতি মেহগনি বাস করে জারুল অন্তরে ঝরাপাতা দৃশ্যাবলি কী দারুণ মণন্তরে আঁকা আমের মুকুল ডালে পাতাদের প্রিয় হাতছানি ঝিঝিপোকা গান করে; নিয়ে আসে বসন্ত উৎসব শীতের বিদায় তাই পাখিরাও কাঁদছে নীরব হলুদ সরিষা ফুলে ফুটে ওঠে সুন্দরের বাণী দূরের দিগন্ত রেখা তুমি ছোঁও কুয়াশার জাল অথচ বসন্ত এলে মেঘের বালিকা নাচে রোজ চন্দ্রিমা রাতের ঘুম ভেঙে ভেঙে হাসছে সকাল গাণিতিক কষ্টগুলো আরো বাড়ে সাহসী নির্ভয়ে তবুও বসন্ত মেখে ঘুরে আসি হেলেনের ট্রয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।