যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
এলো গোধুলী রাঙিয়ে ধরণী ঘন আবিরের রাগে
সূর্যাস্তের পথটি বেয়ে কৃষ্ণচূড়া শাল পিয়ালের বাগে
কালপুরুষের সিংহদ্বারের ওপার থেকে
'ফুরাবে বেলা এমনিতরো সাঙ্গ হবে খেলা'
অস্তাচলের রবির কিরণ বলছে আমায় ডেকে।
দিগন্ত রেখায় মর্মরিয়া কাঁপে অব্যক্তের রোদন
সৃষ্টির অপার রহস্যলোক করি অন্বেষণ
বর্ণিল পুস্পের সুগন্ধে করে ত্রিভুবন মাতাল
গভীর চৈতন্যলোকে রচে আপন ঈন্দ্রজাল
কিভুলে এতকাল স্রষ্টা তোমারে রয়েছি ভুলে
অন্তরতল মন্থন করি বিস্মরণের কুলে।
রক্তিম অবগুন্ঠনে ধরণী পড়িছে ঢাকা
জীবন সায়াহ্নের বিমূর্ত চিত্র আঁকা
তীব্র অনুভবে গ্রাসে বোধহীন ক্ষণ
সেই রুক্ষ বিলাস হীন কষ্টের লগন
সফলতা ব্যর্থতার হিসাবের খাতা খুলে
জাগিল শন্কা বাজিল ডন্কা বক্ষহিন্দোলে।
শব্দার্থ:
রাগে=রঙে, বাগে = বাগানে, বনে। কালপুরুষ = আকাশের কিছু তারা মিলে মানুষের আকারে দেখা যায় বলে একে কালপুরুষ বলে।
সিংহদ্বার = প্রধান ফটক। মর্মরিয়া কাঁপে = মর্মর শব্দে কাঁপে, অব্যক্তের = যা বলা হয়নি। রোদন = কান্না। অন্বেষণ = খোঁজা । বর্ণিল = নানা রঙে রঙিন।
চৈতন্যলোক = চেতনার বা মনের জগৎ।
ঈন্দ্রজাল = মায়াজাল। অন্তরতল = মনের গভীরে। মন্থন = সেঁচে। বিস্মরণের = ভুলে যাওয়া স্মৃতি।
কুলে = তীরে। ধরণী = পৃথিবী। অবগুন্ঠনে = ঘোমটার আড়ালে। জীবন সায়ান্হে = জীবনের শেষ সময়ে। বিমর্ত = যা প্রকাশ পায়নি এমন।
গ্রাসে = ছিনিয়ে নেয়। লগন = সময়, কাল। শন্কা = ভয়। ডন্কা= ঢাকের শব্দ। বক্ষহিন্দোল = বুকের মাঝে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।