আমাদের কথা খুঁজে নিন

   

বিমুগ্ধ রাজনীতি ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

সভ্যতার সমূহ সংকট রাজনীতির কচকচানি- প্রবন্ধ, নিবন্ধের মুচকি হাসি পৌছেনি কখনো ভেতর গ্রামে । ক'জন মানুষ জীবন বুঝে ? কতজন খায় পান্তা মরিচ বাসি । একটুকরো আকাশের পেছনে ছুটেছি কতদিন, অবুঝ কিশোর । ছায়াঁয় ছুটা দিন । হ্যাচকা টানে আনলো তুলে, কয়েক টুকরো রোদের সকাল_ হয়ে থাকলো মৌল অমলিন । পিতামহের সবুজ দাড়ি, অবুঝ ছন্দে কাপছে সকাল বিকেল অবধি হাওয়া- শ্যাওলা ফোঁটা, পদ্ম বনে বুঝেনি কত বেহায়া মানুষ জীবনের কোন নামটা পাওয়া ! বুঝেছে তারা মাটির গন্ধ বাচাঁর যুদ্ধ রীতি- হায় অসহায় বুঝেনি তারা বিমূগ্ধ রাজনীতি । লিখন নভেম্বর-২৮.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।